
চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক)৪১ ওয়ার্ড এলাকা থেকে গত জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চসিক পারিবারিক আদালতে ডিভোর্সের (তালাক) আবেদন জমা পড়েছে ৫ হাজার ১৭৪টি।সে হিসাবে চসিকে প্রতিদিন গড়ে ডিভোর্সের আবেদন জমা পড়েছে ১৫টি করে।
প্রতি এক ঘণ্টা ৩৬ মিনিটে একটি করে ডিভোর্স হচ্ছে।চসিকের সালিশি পরিষদ সূত্রে জানা যায়,২০১৯ সালে ডিভোর্সের আবেদন জমা পড়েছিল ৪ হাজার ৫৫০টি,এর মধ্যে প্রত্যাহার(আবেদনের পর উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে)করা হয় মাত্র ৯৭টি।
২০২০ সালে জমা পড়েছিল ৪ হাজার ৮৫৩টি,এর মধ্যে প্রত্যাহার করা হয় ৯৩টি।২০২১ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত জমাকৃত আবেদনের মধ্যে প্রত্যাহার করা হয় ১১৯টি।২০১৯ সালে চসিক এলাকায় ডিভোর্সের হার ছিল প্রতিদিন গড়ে ১২টি এবং ২০২০ সালে তা বেড়ে হয় ১৩টি এবং ২০২১ সালে ১৫টি।তবে বাস্তবে এ হার আরও কয়েক গুণ বেশি।