সেলিম চৌধুরীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের আহ্বান লাগাই গাছ, বাড়াই বন। এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন।
উদ্বোধনকালে অধিনায়ক বলেন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশত বার্ষিকী মুজিব বর্ষকে বিশেষ অর্থবহ করে তুলতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০১ (এক) কোটি চারাগাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছেন। এ কর্মসূচির আওতায় ১৫ আনসার ব্যাটালিয়নের মুজিব কানন থেকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আওতাধীন সকল ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। বৃক্ষ আমাদের পরম বন্ধু। কেননা বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের ছেড়ে দেওয়া ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই সকলের উচিত নিজ বাড়ী ও পরিত্যাক্ত যে কোন জায়গায় বৃক্ষরোপণ করা। তিনি আরও বলেন, করোনায় দেশের শিল্পখাত, কৃষিখাত ও অন্যান্য সকল সেক্টর ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিদেশে আমদানি ও রপ্তানির পূর্বের মতো হচ্ছে না। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু কৃষি নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ আরো অনেকদূর এগিয়ে যেতে পারবে। তিনি দেখতে চেয়েছিলেন দেশের কৃষি ও কৃষকের সার্বজনীন উন্নয়ন ও স্বনির্ভরতা। বর্তমান সময়ে সংকট মোকাবেলায় এই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন আরো গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন চলমান করোনা সংকট দির্ঘায়িত হলে দেখা দেবে খাদ্য সংকট। এ সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী যেমন সবাইকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন তেমনি আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের বেশি বেশি খাদ্য উৎপাদনেরও অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশ পালনে নিরলস কাজ করে যাচ্ছেন ১৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দিন। তিনি স্ব-উদ্যোগে ব্যাটালিয়ন এলাকায় শাকসবজি চাষাবাদ করেছেন এবং ব্যাটালিয়নের আশেপাশের এলাকায় কোন জমি যাতে পতিত না থাকে সেজন্য সরজমিনে সেই সব জমির মালিকদের সাথে দেখা করে তাদের পতিত জমি গুলোতে শাকসবজি, শস্য আবাদ করে আসন্ন খাদ্য সংকট মোকাবালার পরামর্শ দেন। তার এই ডাকে সাড়া দিয়ে অত্র এলাকার কৃষক, জেলে সহ সবাই তাদের পতিত জমি খাদ্য শস্য ও শাকসবজি চাষ করার জন্য সম্মতি জ্ঞাপন করেন। অধিনায়ক এএসএম আজিম উদ্দিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর ডাকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান করেন এবং গরিব কৃষক ও জেলেদের সব রকম সহায়তা করার আশ্বাস দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মো: সাব্বির হোসেন, সহকারী পরিচালক আলমগীর হোসেন, ব্যাটালিয়নের বিএইচএম মো: রইচ উদ্দিন ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যগণ।