চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার(৪ ডিসেম্বর)বেলা ১২টার দিকে উপজেলার পিএবি সড়কের কালাবিবি দিঘীর মোড় থেকে তাদের আটক করা হয়।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।আটক দুজন হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বেলপাড়া এলাকার আবদুল মাজিদ (২৫) ও মোহাম্মদ ইফুল(২৪)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম কালাবিবি দিঘী এলাকায় টেকনাক থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির অতিরিক্ত চাকার ভিতর থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।এ ঘটনায় গাড়ির মালিক ও চালককে আটক করা হয়েছে।গাড়িতে আরও তিনজন মহিলা যাত্রী ছিলেন।