![](https://www.dainikjagrotochattogram.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
স্টাফ রিপোর্টার: ৩০ অক্টোবর কৃষক বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা কৃষকলীগ।এ উপলক্ষে সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস থেকে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের এসে শেষ হয়। এখানে জেলা কৃষকলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে বক্তব্য সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাশ লক্ষণ, মহিলা সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী,আইন সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম সোহেল।কৃষক নেতা হাকিম মাস্টার প্রমূখ। সভায় বক্তারা কৃষকদের জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের উন্নতিতে অনেক কাজ করেছেন।তারা বলেন এ সরকার জনগণের সরকার।কৃষকের কৃষিপণ্য আজ সহজলভ্য।করোনায় যাতে কৃষকের কোনো ক্ষতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী কৃষি ঋণ ঘোষণা করেছেন।তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে সভায় জানান।এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।