ফরিদপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে মহানবী হজরত মুহাম্মাদ ( সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ফরিদপুর ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক শেখ আকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান,সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী।সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক মোঃ হজরত আলী,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রোকসানা রহমান,শেখ ফরিদ দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ,বাকিগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।