আব্দুল করিম,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে ফলের ঝুঁড়ি, ছাতার হাতলের ভেতরে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশের দুইজনেক গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে ইয়াবার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার তিনজন হলেন- আবু বক্কর সিদ্দকি (৫১), সাইফুল ইসলাম (৫১) ও জাহাঙ্গীর আলম (৪৬)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, স্টেশন রোডে বক্কর ও সাইফুলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোতোয়ালী থানা পুলিশের একটি টহল দল তাদের থামিয়ে তল্লাশি চালায়। এসময় তাদের সঙ্গে থাকা ফলভর্তি ঝুড়ি তল্লাশি করা হয়। তাদের হাতে থাকা ছাতা দেখে আরও সন্দেহ সৃষ্টি হলে আরও তল্লাশি করে পাঁচ হাজার ২’শ ইয়াবা পাওয়া যায়।নোবেল চাকমা আরও জানান, প্লাস্টিকের ঝুড়িতে ইয়াবা রেখে আঠা দিয়ে আরেকটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ঝুঁড়িতে ফলের সঙ্গে থাকা সাবানের ভেতরে এবং ছাতার হাতলেও ইয়াবা রাখা হয়েছিল।তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় জাহাঙ্গীর নামের একজন তাদের ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিতে বলেছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরে মধ্যরাতে খুলশী থানার আমবাগান এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।