ফ্রান্সে মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে মধুখালীতে ঈমাম সমিতির মানববন্ধন

0 ২১৪
ফরিদপুর প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে জাতীয় ঈমাম সমিতি ও ঈমাম মোয়াজ্জিন সংগঠন মধুখালী শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর বহস্পতিবার জাতীয় ঈমাম সমিতির মধুখালী শাখার সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ মো. আলম হোসেনের সঞ্চালনায় ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় সকাল ১০ থেকে ১১টা পযর্ন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানববন্ধন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ছাড়াও বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমামগন তারা হলেন মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা ইমাম হোসেন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ জিহাদী, মাও: শরিফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, মাওলানা কামরুজ্জামান, মুফতী সাইফুদ্দীন, মাও: রাসেল বিন সিরাজ, মাও: ইয়াকুব আলী, শফিকুল ইসলাম, নায়েব আলী,মো. ইউনিুস আলী, আকিদুল ইসলাম প্রমুখ। বক্তারা মানববন্ধন থেকে ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশীদের কে বর্জন করা এবং ফ্রান্সের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!