বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি -২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শরীফের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য গাজী সাখওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান ইয়ার।
এসময় উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ, নাউরী আহমেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, নুরুজ্জামান রিপন, কাজী গোলাম মরতুজা, ছেংগারচর পৌরসভা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ও যুবলীগ নেতা প্রকৌশলী জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা বশির আল হেলাল, আতাউর রহমান সবুজ, আনোয়ার হোসেন আকাশ, মোঃ আবুল কাশেম সরদার, আবুল হাসনাত, বিল্লাল হোসেন তপাদার, ইকবাল হোসেন জয়, মিজানুর রহমান, নুরুল আমিন পাটোয়ারী,
বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ফলজ, বনজ, ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়েছে। মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার যুবলীগের নেতাকর্মীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক গাছ বিতরণ করা হয়।