বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে বাকেরগঞ্জ যুবলীগের বিক্ষোভ

0 ২৩০

সফিক খান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ। সোমবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোকলেচুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ‘যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয় তারা এ দেশের মঙ্গল চায় না। এসব মৌলবাদীদের যারা মদদ দেয় তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সুজন দেবনাথ, হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক খান মোহাম্মদ সেলিম, ক্রীড়া সম্পাদক বিক্রম দাস, গারুড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!