আজ পহেলা মার্চ রোজ মঙ্গলবার রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন ভুষনছড়া ইউপির ৪০ দিনের কর্মসূচীর আওতাভুক্ত বিভীন্ন স্থানের প্রকল্পগুলো পরিদর্শন করা হয়।অত্র পরিদর্শনকারী টিমে উপস্থিত ছিলেন উক্ত কাজের ট্যাগ অফিসার উপজেলা উপ সহকারী কৃষিকর্মকর্তা প্রগ্যাজ্যোতি চাকমা এবং বরকল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মো আরিফুল ইসলাম।অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো আব্দুল জলিলের অভিযোগের ওপড় ভিত্তি করে ভুষনছড়ার পন্ডিত পাড়া হতে নলকুমার চাকমার বাড়ির রাস্তা মেরামতের কাজটি সরজমিনে পরিদর্শন করা হয়।উক্ত কাজের দলনেতা মো নুরনবীসহ উক্ত কাজের শ্রমিক মো শামসুল আলম,বায়েজিদ, আমির ও মো কামাল এবং উক্ত এলাকা বাসীন্দা নলকুমার চাকমা বক্তব্য থেকে জানা যায়,উক্ত কাজটি আজ ৩১ দিন ধরে চলমান রয়েছে।আর চার -পাচ দিন করলে কাজটি পুরোপুরি ভাবে সমাপ্ত হবে। এরপর পর্যায়ক্রমে, ভাণ্ডারী পাড়া ব্রীজ হতে মোস্তফার বাড়ি রাস্তা নির্মান প্রকল্প,সেগুন বাগন হতে নুরমোহাম্মদের বাড়ির রাস্তা নির্মান প্রকল্প,খোরশেদের বাড়ি কলাবুনিয়া ব্রীজ রাস্তা নির্মান প্রকল্প, বেলায়েতের বাড়ি হতে শুকুরের বাড়ির মেইন রোড রাস্তা নির্মান প্রকল্পের কাজগুলো পরিদর্শন করা হয়। উক্ত কাজগুলোর প্রায় ৯০ শতাংশ কাজ সমাপ্ত হয়ে গেছে।উক্ত কাজের পাশাপাশি এইসব প্রকল্পের শ্রমিক দিয়ে ভুষনছড়া কলেজে ৫ থেকে ৮ দিন করে মাটি ভড়াট ও বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তায় মাটি ভড়াটের কাজও করানো হয় বলে উক্ত প্রকল্পে কর্মরত শ্রমিকরা দাবী করেন।এ বিষয়ে ট্যাগ অফিসার প্রগ্যাজ্যোতি চাকমা বলেন,প্রকল্পগুলো পরিদর্শন করে দেখা যায় যে,অধিকাংশ প্রকল্পের কাজগুলো প্রায় সম্পন্ন করা হয়েছে।বাকী কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভু্ষনছড়া প্যানেল চেয়ারম্যান আব্দুস ছবুর তালুকদার ও আবু সাইদ মেম্বারের সাথে কথা বলে জানা যায়,বিগত সময়ে উক্ত, অবৈধভাবে স্থাপনকারী সেগুনসহ বিভীন্ন গাছ চেড়াইকৃত সমিলের মালিক,বিএনপি নেতা ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো আব্দুল জলিল মেম্বার কতৃক বাস্তাবায়িত কিছু প্রকল্পের কাজ মানসম্মত না হওয়ার কারনে তাকে এবারের কর্মসুচির বাস্তাবায়ন কমিটির সভাপতি না করে সদস্য সচিব করা হয়েছে।যার ফলে সে ব্যাক্তিগত আক্রোশ মেটাতে গিয়ে বিভীন্ন প্রকল্প নিয়ে মিথ্যা অভিযোগ তুলে ফায়দা লুটতে চেষ্টা করছেন।তারা আরো জানান,তাদের প্রতিটি প্রকল্পগুলোতে নির্দিষ্ট জায়গার থেকেও বেশী কাজ করা হয়েছে।ভুষনছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো নুর হোসেন জানান,তার বিদ্যালয়ের পাশের রাস্তাটিতে প্রায় ১ মাস যাবত উক্ত প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইউপি চেয়ারম্যান মামুনর রশিদ মামুন জানান,তার জানামতে উক্ত প্রকল্পের কাজগুলে যথাযতভাবেই সম্পন্ন হচ্ছে।তাই তিনি বরকল উপজেলার ইউএনও’সহ সংশ্লিষ্ট সকলের কাছে উক্ত কাজগুলো সরজমিনে গিয়ে তদন্ত করে দেখার আহবান জানান।এবিষয়ে ইউপি সদস্য মো জলিলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায় নাই।