আজ পার্বত্য রাঙামাটি জেলার বরকল উপজেলার পরিষদ কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন করা হয়।উক্ত বরকল উপজেলার পরিষদ কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন উপলক্ষে বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যজেলা রাঙ্গামাটির ২৯৯নং আসনের এমপি ও বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দিপঙ্কর তালুকদার এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওত হোসেন রুবেল,বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বরকল থানা অফিসার ইনচার্জ মো নাসির উদ্দিন,বরকল প্রেস ক্লাবের সহ সভাপতি নিরত বরন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,মহীলা ভাইস চেয়ারম্যান সুচিরিতা চাকমা,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ মামুন,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,বরকল সদর ইউপি চেয়ারম্যান প্রভাত বিন্দু চাকমা,সুবলং ইউপি চেয়ারম্যান তরুনজ্যোতি চাকমা,নীলাময় চাকমা আওয়ামী নেতা নাছিড় উদ্দিন মহারাজ,আবুল কালাম,চিংহেন রাখাইনসহ আরো অনেকে। প্রধান অতিথি সর্বপ্রথম সকলের উপস্থিতিতে বরকল উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন করেন।এরপর অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় বক্তরা দুর্গম বরকলের উন্নয়নে বর্তমান সরকারের বিভীন্ন উন্নয়নমুখী প্রকল্পের ভুষয়ী প্রশংসা করেন।আগামীতে বরকলকে একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে বলে তারা মতামত প্রকাশ করেন।