বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থক ও আইনজীবী সহকারিরা(মহুরী)হামলা চালায়।এতে বরিশালের বিভিন্ন মিডিয়ার ২০ সাংবাদিক আহত হয়েছেন।আহত সাংবাদিকরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাচ্ছে।
এক বিবৃতিতে বিএসসিএস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ বলেন,বরিশালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা ন্যাক্কারজনক।আদালত চত্ত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলায় তীব্র প্রতিবাদ ও অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।