
বাঁশখালী প্রতিনিধি: ৩য় বারের মতো সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছে ডাঃ মোহাম্মদ এজাজ। গত ১ মার্চ বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নে অবস্থিত,সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দৈননিদন প্রশাসনের কার্যাবলী পরিচালনার জন্য,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত এক চিঠিতে ১ মার্চ উক্ত স্কুলের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।এতে বাংলাদেশ গ্রাম ডাঃ ঐক্য কল্যান সোসাইটি বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলার নির্বাহী সদস্য,বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডাঃ মোহাম্মদ এজাজকে ৩য় বারের মতো সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।