বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এর উদ্যেগে আলোচনা সভা ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন অনুষ্ঠান সম্পন্ন।
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত ০৯ জানুয়ারী,২০২২ইং রোজ রবিবার সন্দ্বীপ উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়াম আলোচনা সভা ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এর সাংসদ মাহফুজুর রহমান মিতা।
এসময় তিনি বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তাদেরকে উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিবন্ধিরা দায়িত্ব পালন করছেন।এখন আর প্রতিবন্ধিরা পিছিয়ে নেই।সরকারের সকল কর্মকান্ডে প্রতিবন্ধিরা অংশ নিচ্ছে।ছাত্রলীগ প্রতিবন্ধিদের সেবায় যেভাবে এগিয়ে এসেছে এই মানবিক উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শাহাজাহান(বিএ),সন্দ্বীপ উপজেলা সাধারন সম্পাদক মাইনউদ্দীন মিশন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু,চট্টগ্রাম উত্তর জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
এই সময় বক্তারা বলেন ৫২’র ভাষা আন্দোলন,৫৪’র প্রাদেশিক পরিষদেের নির্বাচনে যুক্ত ফন্টের বিজয়,৫৮’র আয়ুব বিরোধী আন্দোলন,৬২’র শিক্ষা আন্দোলন,৬৬’র ৬ দফা,৬৯’র গন অভ্যুথানের মাধ্যমে বঙ্গবন্ধুকে মুক্ত করা আনা,৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে পরাধীন বাংলার লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রনী ভূমিকা পালন করে ছাত্রলীগ।
মানবসেবা সকল ধর্মের প্রধান কাজ,ছাত্রলীগ জন্ম থেকে মানুষের সেবা করে যাচ্ছে,আমরা মানুষের জন্য কাজ করে যাবো।ছাত্রলীগ সমাজের দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে।এ ধরনের উদ্যোগ সমাজের বিশেষ মানুষগুলোর স্বাবলম্বী করতে সাহায্য করবে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন বলেন বাঙ্গালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয।উপমহাদেশেের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এর প্রতিটি কার্যক্রম মানুষের হৃদয় কেড়েছে,করোনা কালীন সময়ে ও অসহায়,দরিদ্রের সহায় হয়েছে।পরিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।