বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপির) একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা কমিটির উদ্যোগে মহান শহীদদের শ্রদ্ধায় উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী এক দোয়ায়ে মোনাজাতের আয়োজন করা হয়েছে।মোনাজাতে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ইউছুপ।
পুষ্পস্তবক ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সন্দ্বীপ কমিটির সভাপতি ইলিয়াছ কামাল বাবু,সহ-সভাপতি আবছার খান,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপি ও সাংগঠনিক সম্পাদক কাউছার মাহমুদ দিদারসহ প্রমুখ। পুষ্পস্তবক পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী।তিনি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা এখন আর বাঙালির সম্পদ নয়।আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়ে আজ বিশ্বের সম্পদে পরিণত হয়েছে। এই ভাষা আমাদের হৃদয়ে লালন করতে হবে।