আবদুল হামিদ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ফ্রেন্ডশিপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ২০২০ ইং শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টার সময় বাইশারী স্কুল এন্ড কলেজ মাঠে উত্তর বাইশারী ফ্রেন্ডশীপ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই সজীব বড়ুয়া।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক এন কে রাশেদ,বাইশারী সদর কৃষক সমবায়সমিতির সভাপতি আমিনুল হাকিম সাবেক ছাত্র দল নেতা রাসেল তালুকদার প্রমুখ।উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ ক্রীড়া সংস্থার আহবায়ক জসিমউদদীন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোসাইন।প্রথম দিনের খেলায় মধ্যম বাইশারী প্রতিভা ক্রীড়া সংগঠন ও উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ ক্রীড়া সংস্থার মধ্যকার খেলায় প্রথমার্ধের দশ মিনিটের মাথায় প্রতিভা ক্রীড়া সংগঠন উত্তর বাইশারী ক্রীড়া সংস্থাকে ১ গোল করে এগিয়ে থাকে।খেলার শেষার্ধে আবারো উত্তর বাইশারীকে ১ গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়া পর্যন্ত গোল পরিষোধ করতে না পারায় মধ্যম বাইশারী প্রতিভা ক্রীড়া সংগঠন ০২ গোলে জয়লাভ করেন।খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আমিন।