বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত,আহত ১জন।

0 ৮৭

বাগেরহাটের ঢাকা মোংলা মহাসড়কের দিগরাজ এলাকায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্হলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেলের অপর আরোহী।তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।নিহত ও আহতদের বাড়ী খুলনার সোনাডাঙ্গা এলাকায়।

পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,সোমবার(৩১ জানুয়ারি)বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলে এ সংর্ঘের ঘটনা ঘটে।

এ সময় মটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাজন (৩৫) মারা যান। এ সময় গুরুতর আহত হন রাজনের সাথে থাকা আরোহী রাসেল (৩০)।

স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।তাদের বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বলে জানা ।ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!