বান্দরবানজেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়।

0 ১৯৬

ডেভিড সাহা: বান্দরবান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোজ বুধবার ১১ (নভেম্বর) ২০২০ সকাল সাড়ে ৮ টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহরে বর্ণাঢ্য একটি বিশাল র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন শুরু হয়। পরে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে স্মরণে ও শ্রদ্ধা ভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা, যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক। এই সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের নেতা মোঃ আজম, মিন্টু বড়ুয়া, মংসিং হাই মার্মা, মোঃ আকবর, মোঃ সাইফুল ইসলাম সনেট”সহ বান্দরবান জেলা উপজেলার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ গন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!