বান্দরবান জেলা প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামের জলাশয়ে ব্যবস্থাপানা কর্মসূচীর প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে ইউএনডিপি উদ্যোগে (এলএভএমএফ) স্থানীয় সেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরাম কমিটি সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার রোয়াংছড়ি সভা মিলনায়তনের অনুষ্ঠিত হয়। সোমবার (৭ ডিসেম্বর ২০২০) আয়োজিত কর্মশালায় মো: মোস্তফা কামাল সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান ও রোয়াংছড়ি উপজেলা স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরামের সভাপতি বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। এসময় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লামার রূপসী পাড়া ইউনিয়নে চেয়ারম্যান সাচিংপ্রু মারমা, ইউএনডিপি যান্ত্রিক কালেক্টশন কর্মকর্তা উচিংমং চৌধুরী, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা প্রমুখ।