বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ আস্ট শনিবার সকালে নাগরিক পরিষদের অস্থায়ী কার্যালয় বান্দরবানের ৯নং ওয়ার্ড ইসলামপুর মুসাফির পার্ক এর হল রুমে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় নেতা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান শাখার জেলা সভাপতি কাজী মো: মজিবর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নাসিরুল আলম, সহ সভাপতি আব্দুর শুক্কুর, পৌর শাখার সভাপতি শামসুল ইসলাম সামু, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মো: শাহ্ জালাল, মো: গোলাম সরওয়ার ফারুক, মো: আয়ুব, মো: আব্দুল হক, মো: কামাল সওদাগর, মো: এরশাদ চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো: মিজানুর রহমান আখন্দ প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: গাজী ইউসূফ মুনিরী আলকাদেরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে এই দিন কিছু বিপদগামী আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বপরিবার নির্মম ভাবে হত্যা করেছে এমনকি নিষ্পাপ শিশু শেখ রাসেল কে ও রেহাই দেননি,জাতি তাদেরকে আজীবন ঘৃণা ভরে স্বরণ করবে।জাতির জনক এর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা,সেই স্বপ্ন তিনি পুরণ করতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাটি হাটি পা পা করে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন “ সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে”। পার্বত্য শান্তিচুক্তির করার পর এখনো পাহাড়ে বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় পাহাড়ের সন্ত্রাসী কৃর্তক হত্যা অপহরণ চাঁদাবাজি বন্ধ হয়নী, সেনা ক্যম্প প্রত্যাহার করার ফলে বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালীদের নিকট হতে নিয়মিত চাদাঁ আদায় করা হচ্ছে যা কারো কাম্য নয়।