বান্দরবানে সাড়ে ৩৫ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

0 ১০৮,৩১৭

আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার ৫ নং মামলায় জব্দকৃত ১৯৫০ পিছ ইয়াবা, উখিয়া থানার জি.আর ৮২/২২ মামলাতে ১৯৫০পিছ ও জিডি ক্রমিক মামলায় ১৮/২২ মামলাতে ৯৯০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আজ আইনি প্রক্রিয়া শেষে এসব মামলায় উদ্ধার করা ১১ হাজার ৮১০পিছ ইয়াবা ধধংস করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫লক্ষ ৪৩হাজার টাকা।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মালখানা বান্দরবানের সদর কোর্ট পুলিশ সিএস আই গিয়াস উদ্দিন, এস আই অমর চন্দ্র বিশ্বাষ, নন জিআরও রাজিব এর সহকারী সজল কান্তি দে, মালখানা মুনসী ও পুলিশ সদস্যগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!