লক্ষ্মীপুর জেলা ব্যুরো প্রধানঃ কমলনগর চরকাদিরা উনিয়ন সরকারী খাল থেকে বালু উত্তোলন করে। বিক্রি করেন ড্রেজার মেশিন মালিক ভূমিস্য আলমগীর হোসেন ও তার সহযোগী সোহেল সহ রবিবার দুপর ২টা দিকে ড্রেজার মেশিন চলার সময় জব্দ করেন সরকারি ভূমি কর্মকর্তা।
এ বিষয় সহকারী ভূমি কর্মকর্তা তসিলদার জসিম উদ্দিন হাওলাদার বলেন,গোপন সূত্রে ভূমি অফিস কাছে ফোন আসে তাৎক্ষণিকভাবে তিন ড্রেজার মেশিনের ফাইভ কেটে দিলেন।এবং হ্যান্ডেল সহ যন্ত্রপাতি নিয়ে আসেন তসিলদার জসিম উদ্দিন হাওলাদার বলেন আমি দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো ।
এলাকা সূত্রে জানা যায় যে ডেইজারের মালিক আলমগীর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় বালু উত্তোলন করে ভয়ে কেউ কিছু বলেনা,কেউ কিছু বল্লে তার উপরে নেমে আসে নানান বিপদ তার মেসিন জব্দ করায় এলাকার সাধারণ জনগণ অনেক খুশি।
এসময় উপস্থিত ছিলেন কমল নগর উপজেলা ভূমি অফিসার সার্ভেয়ার প্রর্মেস্বর চাকমা,কমল নগর উপজেলা লক্ষ্মীপুর,চরকাদিরা সহকারী অফিসার ভূমি তসিলদার জসিম উদ্দিন হাওলাদার।