জসিম উদ্দিন রুবেলঃ মাদক জঙ্গীবাদ,কিশোরগ্যাং এর বিরুদ্ধে আকবরশাহ থানার বিট নং-৫৬ এর উদ্যোগে অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে শাপলায় আবাসিক এলাকায়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জহির হোসেন (পিপিএম) তিনি এই সময় বক্তব্য বলেন শাপলা আবাসিক এলাকায় কেউ যদি কোনো খারাপ কাজে কিংবা চাঁদাবাজী, চুরি,মাদকাসক্ত এসব কাজে লিপ্ত থাকে তাদেরকে সরাসরি পুলিশের হাতে সোপর্দ করতে,প্রয়োজনে অফিসার ইনচার্জের নাম্বারে সরাসরি কল দিয়ে যেখানে ক্রাইম হচ্ছে তা জানাতে।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস,আই বিট অফিসার জনাব মোঃ ছায়েম।
এতে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিট পুলিশের সদস্য মোঃ জয়নাল আবেদিন, মোঃ মোস্তফা।আরো উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন,দিলদার হোসেন কাউছার,মোঃ জামাল,মোঃ জসিম উদ্দিন,মোঃ সফি উল্ল্যাহ,বুলু,মোশারফ হোসেন (ছোটন),দিলিপ বড়ুয়া প্রমুখ।