বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা ও সহায়ক উপকরণ বিতরণ কর্মসুচি।

0 ২৬৬

রিয়াদুল মামুন সোহাগঃ “মানব জীবন সবার মানবিক হোক” বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা,সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্য ধাম আকবরশাহ শহীদ লাইন হাইস্কুল এ্যান্ড কলেজেে।উক্ত আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটারী ক্লাবের সাবেক ডিস্টিক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম,আওয়ামীলীগ মনোনীত চসিক নির্বাচনে ৯,১০,১৩ মহিলা কাউন্সিলর পদপ্রার্থী  তছলিমা নুরজাহান রুবী।উক্ত অনুষ্ঠানে শারিরীক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার,দৃষ্টি প্রতিবন্ধীদের সাদাছড়ি মাক্স বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী,দৃষ্টি প্রতিবন্ধী,বাক প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী ভাই বোনেরা।এসময় এক বক্তব্যে তছলিমা নুরজাহান রুবী বলেন,আমরা সমাজের সকলেই ওনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করতে হবে এবং আমি সব সময় উনাদের পাশে আছি।আপনারা সকলেই যার যার জায়গা থেকে সহযোগিতা করে যাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!