বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ বসতঘর ভস্মিভুত হয়েছে বলে জানা গেছে। ৮ডিসেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডীর জমাদার হাটস্থ রহিম উল্লাহ শিকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা যায, বিকাল ৪টার দিকে চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে আবু জাফর, আবু তাহের, , মোঃ নাছের, মোঃ রফিক, মোঃ মুছা, মোঃ শফির বসত ঘর ভষ্মিভুত হয়ে গেছে। মুহুর্তে অাগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী অগ্নি নির্বাপনে কাজ শুরু করে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন। যদিও বা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশী বলে দাবী করছেন।