চট্টগ্রামের সন্দ্বীপে ভোরের পাখি সাহিত্য মেলার উদ্যোগে ‘সাহিত্য এবং মুক্তিযুদ্ধ-চেতনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।৩১ ডিসেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় কবি বেলাল মোহাম্মদ শিক্ষক মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিটিভির সাবেক প্রযোজক,কবি বেলাল বেগ।সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন মনি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুন নবী রুমী’র সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচক ছিলেন নাট্যকার আবুল কাসেম শিল্পী,কবি- গীতিকার কাজী শামসুল আহসান খোকন,কবি নীলাঞ্জন বিদ্যুৎ,ছড়াকার সাজিদ মোহন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন,কবি মোস্তফা হায়দার,সোনালী ব্যাংক কর্মকর্তা জাহিদ রুমান, সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ,সংগঠক জিহাদ বাবু,খোদাবক্স সাইফুল,নজরুল নাঈম সহ অনেকে।
এ সময় বেলাল বেগ বলেন,ধর্ম মানব মনের কুয়াশা। ইউরোপে রেঁনেসার কারনে ধর্মের কুয়াশার দুয়ার খুলল।মানুষের,গণতন্ত্রের মুক্তি হল।অথচ,আমাদের চন্ডিদাস ৭০০ বছর আগে বলে গেছেন,সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।মানব সভ্যতার শ্রেষ্ঠ কথাগুলো বেরুল বাঙালীর মুখ থেকে।কিন্তু আমরা জানি না।স্বাধীনতার নামে আমরা অভিনয় করছি। পরাজিত শত্রুর অধীনতায় আমরা দিন কাটিয়েছি। আমাদের চৈতন্য হয়নি তারপরও।
তিনি আরও বলেন,বাঙালীরা গোলাম হতে পারে না। কারন আবদুল হাকিম বলে গেছেন,যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী,সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।এর আগে জাতিয়তাবাদের ধারনাই ছিলো না।আমারা স্বাধীনতার অর্থই জানি না।স্বাধীনতার কথা বলতে হলে পুনরায় এসব চিন্তা করতে হবে।
কবি আরো বলেন,উন্নয়ন হয়েছে দেশে।কিন্তু আমাদের ভেতরের উন্নয়ন হয়নি।বাংলাদেশের মানুষ এখনো স্বাধীন হয়নি।
শিক্ষার সংজ্ঞাই ভুল এদেশে।জীবনই জীবনে শিখায়।জীবন ও স্বপ্নভিত্তিক যা হবে তাই শিক্ষা। শিক্ষাকে জীবনমুখী করতে হবে।শিক্ষিত লোক নিজেই লড়বে জাতীয়তাবাদের জন্য।প্রত্যেক মানুষকে চিন্তা করতে শেখান।যত চিন্তা করবে দেশ তত উন্নত হবে।
তিনি বলেন,মানুষকে সন্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালী আনন্দ,প্রেমের জাতি।আনন্দধারা বহিছে ভুবনে।ব্রিটিশরা সে হিংসা ঢুকিয়েছে।দেশ খুব দুঃখে আছে।
বাঙালীর জীবনদর্শন সবার উপর মানুষ সত্য।এটা লেখা থাকার কথা সংবিধানে।আমরা এক নাম্বার হওয়ার কথা ছিল।কিন্তু চন্ডিদাসকে আমরা কেউ কখনো মনে রাখিনি।