আপনার অধিকার, আপনার দায়িত্বে দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সব দিক দিয়ে অনেক অগ্রসর হয়েছে। কিন্তু আমরা দুর্নীতি মুক্ত হতে পারেনি। দুর্নীতি মুক্ত হতে পারলে দেশ আরও এগিয়ে যেত। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে দেশের নাগরিকদের দুর্নীতি বিরোধী মনোভাব পোষণ করতে হবে।
তিনি আরো বলেন, দুর্নীতিবাজ বা দুর্নীতি পরায়ণ যারা এবং যাদের চিন্তা চেতনায় দুর্নীতি অবস্থান করছে তাদের কাছে বার্তা থাকবে দুর্নীতির অর্থ, দুর্নীতির সম্পদ এটি তাদের নয়। এটি জনগণের সম্পদ। তাই জনগণের সম্পদ দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন জনগণের সম্পদ নিয়ে আপনি দুর্নীতিবাজ সুখে থাকবেন সেই সুখে থাকার ব্যবস্থা আমরা রাখব না। যেখানেই থাকুন না কেন দুদক আপনার দুর্নীতিবাজ পেছনে থাকবে। আপনাকে দুর্নীতিবাজ শান্তিতে সেই অবৈধ সম্পদ ভোগ করতে দেবে না, দেওয়া হবে না।
আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।
ছবি-০১
চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
মতলব উত্তরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা //
শাহাদাত হোসেন আনোয়ার মতলব চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামানের সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া ছিলেন দূূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি আরো বলেন, শিক্ষার অধিকার বঞ্চিত নারীদের শিক্ষার জন্য তিনিই সর্বপ্রথম সচেতন করে তুলেছিলেন। তার জন্যই আজ নারী সমাজ শিক্ষাসহ সবক্ষেত্রে সুযোগ-সুবিধা পাচ্ছে। রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা-দীক্ষায় আলোকিত হয়ে দেশ গড়ার কাজে আজকের নারীদের অবদান রাখার আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ। আরো বক্তব্য রাখেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।
সহযোগী হিসেবে ছিলেন সাংবাদিক গোলাম নবী খোকন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।