নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল দশটার সময় চট্টগ্রাম রিপোর্টারস পরিষদের হালিশহর এ ব্লকস্হ অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় সাংবাদিক ও সম্পাদক এম শামসুল হুদার স্বরণে “চট্টগ্রাম রিপোর্টারস পরিষদ”নামে একটি সাংবাদিক সংগঠনের নাম প্রস্তাব করা হয়েছে।এবং সাথে সাথে আহ্বায়ক কমিটি করেন। “চট্টগ্রাম রিপোর্টারস পরিষদ”এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।নয়জন বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছেন।এ সময় আরো উপস্থিত ছিলেন এম শামসুল হুদার ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ মাসুদ পারভেজ।সহযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্যাহ,তাজুল ইসলাম কামরুল,সেলিনা মন্ডল,শাহীন ভূইয়া,ওবাইদুল ইসলাম সুমন ও এম শামসুল হুদার হাত ধরে উঠে আসা বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জাগ্রত চট্টগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ। মাসুদ পারভেজ ও সভায় উপস্হিত সদস্যদের মতামতের ভিত্তিতে এসময় নতুন কমিটি গঠন করার লক্ষে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ কে আহবায়ক করে নয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ন আহবায়ক প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ,সদস্য সচিব তাজুল ইসলাম কামরুল,সম্মানিত সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্যাহ,সদস্য সেলিনা মন্ডল,সদস্য শাহীন ভূইয়া,সদস্য ওবায়দুল ইসলাম সুমন,সদস্য ইসমাইল হোসেন রুপক। মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন তাজুল ইসলাম কামরুল।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার হালিশহর থানা ক্রাইম প্রতিনিধি সিহাব উদ্দিন,আকবর শাহ থানা প্রতিনিধি ফয়সাল উদ্দিন,চট্টগ্রামের পাতা পত্রিকার মোহাম্মদ রাসেল সহ আরো অনেকেই। এসময় এক বক্তব্যে রিয়াদুল মামুন সোহাগ বলেন মরহুম সাংবাদিক ও সম্পাদক এম শামসুল হুদার স্বরণে আমরা এই সংগঠন ঘোষণা করলাম। আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের হাতে হাত রেখে এগিয়ে নেওয়ার যথাযথ চেষ্টা করবো।আমাদের এই সংগঠন”চট্টগ্রাম রিপোর্টার্স পরিষদ” নামকরণ করা হয়েছে বলে সত্যি আমার ভালো লাগছে। মরহুম সাংবাদিক ও সম্পাদক এম শামসুল হুদা আমার আপন চাচা না হলেও অনেকেই জানেন আমি উনার ভাতিজা আর তাই উনার স্মরণে এই চট্টগ্রাম রিপোর্টার্স পরিষদ গঠন করা হয়েছে।আহ্বায়ক কমিটির বিষয়ে রিয়াদুল মামুন সোহাগ বলেন আপনারা ১৫দিনের মধ্যেই পূর্নাঙ্গ কমিটি যাতে ঘোষণা করতে পারি সেজন্য সকলে সহযোগিতা করবেন। এক প্রশ্নের জবাবে রিয়াদুল মামুন সোহাগ বলেন সাপ্তাহিক জনতার খবর পত্রিকা আমি নিজেই ৯০দিন বের করেছি,উনার বাসায় বসিয়ে আমাকে নিজ হতে পত্রিকার কাজ শিখাতেন,রাত দিন কেটেছে উনার সাথে।উনার এত আপন আগে দেখি নাই এখন যত আপন দেখতেছি।যায়হোক আপনারা উনার জন্য দোয়া করবেন।উনি যেন পরপারে শান্তিতে থাকেন তার জন্য প্রভুর নিকট প্রার্থনা করছি।