মর্জিনা মেরির নতুন কবিতা”আক্ষেপ”।

0 ১১৫

আক্ষেপ

মর্জিনা মেরি

তুমি আমার ব্যাকুলতা বুঝতে পারোনি,
তাই আমি তোমার অনুভূতি চিনিয়ে নিতে পারিনি।
তুমি নির্ভেজাল হৃদয়ের আক্ষেপ অনুভব করো নি,
তাই আমি তোমার মহারাণী হতে পারিনি।
যেদিন নিষ্কর্মাদের মতো আবেগ নিয়ে আসবে,
সেদিন আমি একরাশ অভিযোগ নিয়ে দাড়াবো।
মূল্যবান তুমি ছিলে,
কিন্তু ভাগ্যদোষে তুমি হারিয়ে গেছো।
আত্নার অগ্নিকাণ্ডর যন্ত্রণা অজস্র,
যে বুকে ভাসা বেধে জরায় অশ্রু।
আমি নিষ্ঠুরতা দমন করতে পারিনি তোমার,
তাই নিয়তিকে মেনে নিতে পেরেছি।
নিয়তিকে নির্ভর করাকে জীবন বলে,
আক্ষেপ রাখাকে কষ্ট বলে,
তাই সকল আক্ষেপের পরিসমাপ্তি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!