মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের অভিযানে ২৯,২৪৮ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার।

0 ১০৫

মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের অভিযানে ২৯,২৪৮ পিস ইয়াবা সহ ০২ জন গ্রেফতার।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির,পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-উত্তর)আরাফাতুল ইসলাম এর তত্বাবধানে সহকারী-পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিন)মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে টিম ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০৮/২০২১ তারিখ ২০.২০ ঘটিকায় চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন উত্তরা আবাসিক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৯,২৪৮ পিস ইয়াবা সহ মোঃ জাহিদুল ইসলাম(৩০)কে গ্রেফতার করেন।

ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,ইয়াবা ট্যাবলেটগুলো আহম্মেদ নূর(৫৫)নামীয় ব্যাক্তি বিক্রয়ের জন্য মোঃ জাহিদুল ইসলামের নিকট মজুদ রেখেছে।ধৃত ব্যক্তির স্বীকারোক্তি ও সনাক্ত মতে অদ্য ২০/০৮/২০২১খ্রিঃ সময় ১২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন লালখান বাজার ইস্পাহানি মোড় হতে আহম্মেদ নূর(৫৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির,পিপিএম বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি মহানগর গোয়েন্দা(উত্তর ও দক্ষিণ)বিভাগের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।যথাযথ তথ্য প্রাপ্তি সাপেক্ষে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!