মহানগর গোয়েন্দা(দক্ষিণ) বিভাগের অভিযানঃ ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা, ০১ টি মোটর সাইকেল ও ০১ টি কাভার ভ্যান সহ ০৩জন গ্রেফতার
রিয়াদুল মামুন সোহাগঃ মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ মোঃ আবদুর রউফ(ডিবি-দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিণ)কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪/১০/২০২০খ্রিঃ ১৭ঃ০০ ঘটিকায় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০(ত্রিশ হাজার) পিস ইয়াবা সহ মোঃ কুদ্দুস মিয়া (৫৪),মোঃ রাসেল(২১),মোঃ নুর উদ্দিন লিটন (২৪) কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।