চট্টগ্রাম প্রতিদিন নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (স.) সম্পর্কে কটূক্তি এবং ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত শিক্ষার্থী মো. মুসাব্বির রায়হান চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩ তম ব্যাচের ছাত্র।তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চুয়েট শাখার সাবেক সহসভাপতি।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ১২২তম একাডেমিক কাউন্সিলের সভায় তাকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।এসময় তাকে কেন আজীবন বহিষ্কার করা হবে না তা ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করে।এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,‘ওই শিক্ষার্থীকে বহিস্কার করতে স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ ছিল।আমরা একাডেমিক কাউন্সিলে আলোচনা করে সার্বিক বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।একাডেমিক কাউন্সিলে অংশ নেওয়া চুয়েটের এক প্রবীণ অধ্যাপক বলেন,‘ধর্ম নিয়ে এভাবে প্রকাশ্যে কটূক্তি দুঃখজনক।করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা বড়-সড় ঝামেলা থেকে রক্ষা পেয়েছি।তার লিখা নিয়ে ভিসি স্যার,রেজিস্ট্রার,ডিন ও বিভাগীয় প্রধানদের কাছে শতশত ই-মেইল এসেছে।যার কারণে বিশেষ একাডেমিক কাউন্সিল ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।’