নিজস্ব প্রতিবেদকঃ মাওলানা ইব্রাহিম বিভিন্ন রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে।এ সময় এগিয়ে আসলেন চট্টগ্রামাস্থ দক্ষিণ খুলশি যুব সমাজ।যুব সমাজ মাওলানা ইব্রাহিম এর হাতে তুলে দেন ২০০০টাকা এবং ১৫০০টাকার ঔষধ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ খুলশি যুব সমাজের সভাপতি ইয়াছিন পারভেস রাজু,সাধারণ সম্পাদক নুর আলম,যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম,সিনিয়র সদস্য মোঃ সালাউদ্দিন,যুব সমাজের সদস্য তুহিন সহ আরো অনেকেই।
উল্লেখ্য যে,মাওলানা ইব্রাহিম চট্টগ্রাম দক্ষিণ খুলশি জামে মসজিদের সাবেক ইমাম।১৩ নং ওয়ার্ড গিরিধারা খুলশীতে বসবাস করেন।এই বিষয়ে যুব সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আমাদের মত করে আরো কেউ যদি এগিয়ে আসে তাহলে মাওলানা ইব্রাহিম এর চিকিৎসা করতে তেমন কষ্ট হবে না।