মাটিরাঙ্গায় ৩ ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা

0 ২৩২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় অবৈধভাবে লাইসেন্সবিহীন ইটভাটা স্থাপন করার দায়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের আর্দশগ্রাম ও সদর ইউনিয়ন পরিষদের ওয়াছু এলাকায় অবস্থিত তিনটি ইটভাটার মালিককে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

অভিযান সূত্র জানায়, আজ ৪নং পৌর ওয়ার্ড আর্দশ গ্রামের বিআরএস ১ ইটভাটাকে ৮০ হাজার টাকা, আদর্শ গ্রামের মেসার্স থ্রিপল সিক্স ইটভাটাকে ৮০ হাজার টাকা এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এলাকায় মেসার্স থ্রিপল ফাইভ ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অবৈবভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪,৫,৬,১৪ ধারায় ০৩ টি ইটভাটার মালিককে পৃথকভাবে সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!