মানিকগঞ্জে অদ্ভুত মানব: এক ঘুমে কাটিয়ে দেন ৭ দিন, সাবাড় করেন ১০ জনের খাবার

0 ২২৯

 জেলা দক্ষিণ প্রতিনিধি: মানিকগঞ্জে এক অদ্ভুত মানবের সন্ধান মিলেছে। যিনি এক ঘুমে কাটিয়ে দিতে পারেন সাতদিন ও সাবাড় করতে পারেন একাই ১০ জনের খাবার। তিনি আবার দুই-তিন দিন ঘুমিয়ে থাকেন টয়লেটে। গোসলে করতেও লাগে দীর্ঘ সময়। এই অদ্ভুত মানবের নাম ভম্বল শীল। তার এই অস্বাভাবিক জীবন-যাপন চলছে প্রায় ২০ বছর ধরে। তার এই বিষয় চিকিৎসকরা বলছেন, এটি একটি জটিল মানসিক রোগ। সঠিক মত চিকিৎসা হলে এই রোগীকে সুস্থ করা সম্ভব হবে। চলাফেরা আর কথা-বার্তা শুনে বোঝার কোনো উপায় নেই, আর দশজন মানুষের মতো স্বাভাবিক নয় ভম্বল শীল। কিন্তু তার জীবন-যাপন বড়ই অদ্ভুত। জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার কৃঞ্চপুর গ্রামের ভম্বল শীলের বেশিরভাগ সময়ই কাটে ঘুমিয়ে। এক ঘুমে কাটিয়ে দেন পুরো সপ্তাহ। মাঝেমধ্যে উঠে টয়লেটে যান। তবে সেখানে গিয়েও তিনি ঘুমান। গোসলেও লাগে তার দীর্ঘ সময়। একবার পুকুরে নামলে সকাল পেরিয়ে বিকাল হয়ে যায় তার। প্রায় ২০ বছর ধরে এমন অস্বাভাবিক ভাবে জীবন-যাপন ভম্বলের। জীর্ণশীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় পেটভরে। তার ভাই জানান, পনের বছর বয়স পর্যন্ত স্বাভাবিক-ই ছিলেন ভম্বল শীল। এরপর ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে আচরণে। তবে অর্থাভাবে তার সুচিকিৎসা করা হয়নি। চিকিৎসকরা বলছেন, ভম্বল শীল জটিল মানসিক রোগে আক্রান্ত। দ্রুত তার চিকিৎসা করালে তিনি আবার সুস্থ হয়ে উঠবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!