
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক,মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফয়েজ উল্লাহ গতকাল ভোর ৬টায় চট্টগ্রামে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে…..রাজেউন)
মাষ্টার ফয়েজ উল্ল্যাহ এর গ্রামের বাড়ি সন্দ্বীপের ন্যায়ামস্তি কামাল বাড়ী।গতকাল বাদ আছর জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়ী সীতাকুণ্ড উপজেলার শীতলপূর গ্রামে মাষ্টার সেকান্দর হোসেনের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাষ্টার ফয়েজ উল্ল্যাহ ২০০৯ সালে অবসরে যাওয়ার পর থেকে স্বপরিবারে চট্টগ্রামের বায়েজিদ থানার আওতাধীন পূর্ব নাসিরাবাদের মোজাফ্ফর আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর।তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। শিক্ষক সমিতির নেতৃত্ব থাকাকালীন সময় থেকে মৃত্যুর পূর্ব পযন্ত মাষ্টার ফয়েজ উল্ল্যহ সহজ সরল জীবন যাপন করেছেন।ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত ভদ্র এবং সদালাপী প্রকৃতির মানুষ ছিলেন |তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।