মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম শহর থেকে দ্রুতগতিতে যাওয়া একটি প্রাইভেটকার সজোরে একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কুমিল্লার বুড়িচং পূর্বমারা এলাকার বাসিন্দা মনির(৪৫) ও মাহবুব(৪২)।তাদের মধ্যে মাহবুব চালক।একই ঘটনায় তিনজন আহত হন।আহত ব্যক্তিদের মিরসরাই উপজেলার সেবা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমির ফারুক জানান,নিহত দুইজনের লাশ এবং দুর্ঘটনাকৃত গাড়ি দুটি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।