আজ শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।বেলা ১টায় ভোট দিতে আসেন বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা।এসময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অভিনেত্রী মুক্তিও।
তিনি বলেন,অনেকদিন পর এফডিসিতে এলাম।খুব ভালো লাগছে৷উৎসবমুখর পরিবেশ।অনেকের সঙ্গে দেখা হচ্ছে।ভালো লাগছে।মুক্তি আরও বলেন,আমরা চাই সুন্দর একটা নেতৃত্ব।সবাই মিলেমিশে যেন শিল্পীদেফ উন্নয়ন করে,শিল্পীদের বিপদ আপদে ছুটে যায় এমন নেতৃত্ব চাই।আনোয়ারা বলেন,ভোট দিতেই তো আসা হয় এখন।এসেছি।ভালো লাগছে।