মোহাম্মদ এরশাদ,বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালি উপজেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা আলী আশরাফের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার ছাড়াই দাফন এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করার পর দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।(বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দুঃখ প্রকাশ করেন।এ সময় মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, গত ২৬ জুলাই বীর মুক্তিযোদ্ধা এবং বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা আলী আশরাফের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার পাওয়ার কথা। কিন্তু উপজেলা প্রশাসন দেরিতে উপস্থিত হওয়ায় তার আগেই দাফন সম্পন্ন হয়।তিনি বলেন, ‘অনাকাঙ্খিত ওই ঘটনাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই ঘটনার সময় আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় ছিলাম। তারপরও যদি এ ঘটনায় কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পরিবার কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি’।এর আগে গত ২৬ জুলাই মুক্তিযোদ্ধা আলী আশরাফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। সাংবাদিক সম্মেলনে সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও পৌরসভা মেয়র আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী,বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, সরল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবলীগের সাপতি ও ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম,শেখেরখীল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শেখেরখীল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইয়াছিন শিকদার, ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী,বৈলছড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী,ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ,বাঁশখালী উপজেলা যুবলীগ ও চট্টগ্রাম মেট্রো পলিটন মেজিস্ট্রেট আদালতের এ পি পি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি,বাঁশখালী উপজেলা যুব মহিলালীগের সভাপতি এবং নর্থ সাউথ ইউনিাভার্সিটির লেকচারার রওকত নুর প্রিয়াতা, এমপি’র এ পি এস এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা খোরশেদুল আলম খোরশেদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান শিকদার, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোরশেদুর রহমান নাদিম, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম,পৌরসভা ছাত্রলীগ নেতা মারুফ প্রমুখ।