সাখাওয়াত হোসেন তুহিনঃ কুমিল্লার মুরাদনগরে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাহাপুর শ্রী শ্রী জগন্নাথ নামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শ্রী অঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।এসময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ করাই তার বড় প্রমাণ। কিছু মানুষ আছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মুরাদনগর থানা পুলিশ সর্বক্ষনিক আপনাদের পাশে আছে। যেকোন অন্যায় অনিয়মের খবর পুলিশকে দিবেন পুলিশ তা কঠোর হস্তে দমন করবে।সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, আ’লীগ নেতা হুমায়ন কবির, কৃষকলীগ নেতা আমিরুল ইসলাম, মুরাদনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিত্যানন্দ রায়, অধ্যক্ষ আব্দুল হক পাঠোয়ারী, শ্রী রঞ্জন কুমার রায়, শ্রী অমৃত লাল গোস্বামী, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ দেব, যুবলীগ নেতা আবু সাঈদ, শ্রী প্রদুৎ কুমার সাহা, মো: আক্তার হোসেন, মনির হোসেন, জহিরুল ইসলাম মোজা মিয়া প্রমুখ।