মেহেদিকে বাঁচাতে হাত বাড়িয়েছে হাতিয়াবাসী।

0 ২৪৬

এম এ মুজাহিদ বিল্লাহ: নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে তানিন মেহেদির চিকিৎসার জন্য এক লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে।গত মাসের সাত তারিখ তমরদ্দি বাজার থেকে টাকা সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। আজ রবিবার দুপুর ১২ টায় নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের হাতে এই টাকা হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সভাপতি নূর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক মো.শাহ করিম সাজিদ, সাংগঠনিক সম্পাদক হোছনে মোবারক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হোছনে মোবারক টাকা তোলার জন্য একটা টিম গঠন করে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যায়।হোছনে মোবারক টিমকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো.শাহ করিম সাজিদ। হোছনে মোবারক টিমে যারা কাজ করেছেন তারা হলেন,মাসুম আাদিব,আব্দুল হাকিম,বাপ্পি,আব্দুল আলিম সহ হাতিয়ার আরো কিছু শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!