মোশারফ করিমের সাথে সামিয়া মিতুর প্রথম জুটি

0 ২৭৩

রিয়াদুল মামুন সোহাগঃ জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সাথে জুটিবদ্ধ হলেন সন্দ্বীপের মেয়ে সামিয়া মিতু।নাটকের নাম রাজা মস্তান।পরিচালনায় মাসুদ আল জাবের।অভিনয়ে মোশারফ করিম,সামিয়া মিতু,নাদিয়া সহ আরো অনেকে।এই নাটকে মোশাররফ করিমের সাথে সামিয়া মিতুর প্রথম জুটি বলে জানিয়েছেন সামিয়া মিতু।মোশাররফ করিমের সাথে সামিয়া মিতুকে ফুল রোমান্টিক দেখা যাবে।নাটকের বিষয়ে জানতে চাইলে মিতু বলেন পাবলিকের ভালোবাসা এবং নিজের যোগ্যতায় আজ এই জায়গায় এসেছি।মোশাররফ করিমের মতো একজন স্টারের সাথে কাজ করতে পেরে আমি অনেক হ্যাপি।

উল্লেখ্য যে,নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই বহু দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী সামিয়া মিতু।মিডিয়া জগতে তার প্রথম পদার্পন বাংলাদেশ টেলিভিশন এ অভিনয়ের মাধ্যমে।এছাড়াও এটিএন বাংলা,এনটিভি সহ বেশকয়েকটি বেসরকারি টিভি চ্যানেলেও তার অভিনীত নাটক এবং শর্টফিল্ম প্রচারিত হয়।বর্তমানে তার ইচ্ছা বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়া।

সন্দীপের এই গুণি অভিনেত্রীর বাবা একজন মুক্তিযোদ্ধা।জাতীয় জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম শাহ বাঙালী।যিনি গানে গানে মুক্তিযুদ্ধের জন্য জনগণকে উদ্ভুদ্ধ করেছিলেন।বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন অনেকবার।শফি আলম ছিলেন শাহ বাঙালী নামে সুপরিচিত ছিলেন।

তার ইচ্ছা মেয়ে বড় হয়ে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি প্রামান্যচিত্র এবং চলচ্চিত্রে কাজ করবে।সামিয়া মিতু সেই স্বপ্ন লালন করেই অভিনয় জগতে পা দিয়েছেন।সে যেনো নায়িকা হয়ে বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে,এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!