যশোরের মণিরামপুরে জরাজীর্ণ ভোটকেন্দ্র, প্রার্থীদের সংস্কার করে নিতে বললেন নির্বাচন কর্মকর্তা।

0 ২২৯

মণিরামপুর(যশোর)প্রঃ যরের মণিরামপুরের কাশেমনগর ইউনিয়নের ইত্যা ঋষিপল্লির ‘ইত্যা ব্যাপ্টিষ্ট চার্চ’ স্কুলটি পরিত্যক্ত গেলো ১৫ বছর। চারপাশে টিনের বেড়া আর ওপরে চাল ছাড়া স্কুলটির কক্ষে বেঞ্চ, চেয়ার, টেবিল কিছুই নেই। নেই ভেতরে বেড়া এমনকি দরজাও। জরাজীর্ণ পরিত্যক্ত এই বিদ্যালয়টি এবার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাশিমনগর ইউনিয়নের ইত্যা ১ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩৫৮ জন ভোটার রবিবার (২৮ নভেম্বর) এ কেন্দ্রে ভোট দেবেন। এ ওয়ার্ড সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী রয়েছেন চারজন।

সরেজমিন দেখা গেছে, পরিত্যক্ত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের ভেতরে ফাঁকা। কোনো বেঞ্চ, চেয়ার-টেবিল নেই। ভোটের রাতে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের ভোটের সরঞ্জামসহ থাকার কোনো পরিবেশ নেই।

স্থানীয়রা বলছেন, কেন্দ্রটি ভোট গ্রহণের উপযোগী না। কয়দিন আগে নির্বাচন অফিসের লোক এসে দেখে গেছেন। কিন্তু ঘর ঠিক করার কোনো উদ্যোগ নিইনি।
ইত্যা ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন, দুইদিন আগে নির্বাচন অফিসার এসে কেন্দ্র দেখে গেছেন। আমাদের চারজন মেম্বার প্রার্থীকে কেন্দ্র ঠিক করে নিতে বলে গেছেন। আমরা চেষ্টা করছি। যা খরচ হয় আমাদের চার জনকে ভাগ করে দিতে হবে।


কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, কেন্দ্রের অবস্থা ভালো না। লোকজন বা নির্বাচনের সরঞ্জাম নিয়ে এর ভেতরে অবস্থান করবো কি করে?
মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ইত্যা দাসপাড়ার ভোটকেন্দ্রের জরাজীর্ণ অবস্থা জেনে দেখতে গিয়েছি। মেম্বার প্রার্থীদের কেন্দ্র উপযোগী করতে বলেছি। খরচ আমরা বহন করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!