
নড়াইল জেলা প্রতিনিধিঃ শুক্রবার রাতে যশোরের বাঘার পাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাংগুড়া এলাকায় আরিফুর রহমান তিব্বতের নৌকার প্রচারনাকালে দুই স্বতন্ত্র প্রার্থী সহ তাদের স্বসস্ত্র ক্যাডাররা অতর্কিত হামলা করে।
এ হামলায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যাব সহ ৬ জন আহত হন।আহতদের রাতেই যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্হা গুরুত্বর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,নৌকার প্রচারনা করতে উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথি নির্বাচনি অফিসে বসে নেতাকর্মিদের নিয়ে আলোচনা কালে,মিলনের নেতৃত্বে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীসহ প্রায় ২০/২৫ জনের একটি সন্ত্রাসি দল রামদা,ছোরা,চাপাতি নিয়ে নৌকার কর্মিদের উপর এলোপাথাড়ি কোপ শুরু করেন।এখবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।