হাফিজুর শেখ যশোর ঃ- আমরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়োজনে আলাদা প্রার্থী দেবো। তারপরও হত্যা মামলার আসামি ও সন্ত্রাসকে ভোট দিবো না।
বুধবার যশোর সদরের চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধনে এই কথা বলেন বক্তারা। এদিন সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল,
চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল কবীর আনু, শামীম রেজা, কবিরুজ্জামান কাজল, ইউনিয়ন যুব লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।