রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

0 ১০০,৬৯৪

আজ পার্বত্য রাঙ্গামাটি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেনের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় রাঙ্গামাটি জেলার সকল থানা,ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।এছাড়াও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতিটা ইউনিট অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। তিনি সবাইকে রাঙ্গামাটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তথা রাঙ্গামাটি জেলা পুলিশের উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানান।তিনি সকলের উপর অর্পিত দায়িত্ব কর্মদক্ষতার সহিত দায়িত্ব পালনের জন্য আদেশ প্রদান করেন।

এছাড়াও বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে পুলিশ ও নন-পুলিশ সদস্যগনকে এককালীন চিকিৎসা সাহায্য বাবদ মুঞ্জুরীকৃত(১৫০০০০)দেড় লক্ষ টাকার চেক বিতরণ করেন রাঙ্গামাটি জেলার এই সুযোগ্য পুলিশ সুপার ।

 

উক্ত সভায় মার্চ /২০২২খ্রি. মাসের  অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।

জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন মোঃ জাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),রাঙ্গামাটি পার্বত্য জেলা।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কবির হোসেন, রাঙামাটি কোতোয়ালি থানা।শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত) নির্বাচিত হন মোহাম্মদ আফজাল হোসেন কোতয়ালী থানা।শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র) নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুর আলম, লংগদু থানা।শ্রেষ্ঠ এএসআই(নিরস্ত্র) নির্বাচিত  সুজন কুমার  দে, কোতয়ালী থানা।

সভায় মার্চ/২০২২ খ্রি. মাসের অভিন্ন মানদন্ডের আলোকে বরকল থানাকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়েছে।পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!