রাছুল আমিন নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেন বেগমগঞ্জ থানা।

0 ২৮৬

জসিম উদ্দিন রুবেলঃআজ বিকাল আনুমানিক ৬ টা বেগমগঞ্জ থানা ০৫ নং ছয়ানী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ভবানী জিবনপুর মোঃ রাছেল আমিন (৫২) নামের এক ব্যাক্তি লাশ উদ্ধার করেন বেগমগঞ্জ থানার  ভারপ্রাপ্ত অফিসার ইনিচার্জ  হারুনের রশিদ।এই বিষয়ে জানতে চাইলে  বেগমগঞ্জ থানার অফিসার ইনিচার্জ হারুনের রশিদ বলেন ঘঠনার খবর শুনে আমি সহ আমার চৌকাস ফোর্স ঘঠনা স্থলেগিয়ে রাছুল আমিন(৫২) পিতাঃ মৃত তফছির আহম্মদ বাড়ি নজম উদ্দিন পাটোয়ারি বাড়ি ০৬;নং ওয়ার্ড ১২ নং চরশাহী ইউনিয়ন,থানা চন্দ্রগন্জ জেলাঃলক্ষীপুর নামক ব্যাক্তির লাশ উদ্ধার করি এবং আমাদের সার্কেল আফিসার  মোঃ শাহাজান খান স্যার ও ঘটনাস্থলে এসে  আমাদের কে সার্বিক সহযোগীতা করেন।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত আছে তদন্তকরে তাদেরকে আইনের আওতায়া নেওয়া হবে।

স্থানীয় জনগন  দৈনিক জাগ্রত চট্টগ্রাম  পত্রিকার প্রতিনিধি কে জানান মোঃ শান্ত তার বাহীনি নিয়ে তারেকের সিএনজিতে করে মোঃরাছুল আমিনকে কালা পোল থেকে তাকে নিয়ে আসে এবং তাকে মরধর করে আমারা বাধা দিতে গেল অস্ত্র ভয় দেখিয়ে বাগানের ভিতরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে।
মৃত রাছুল আমিনের পরিবার জানা তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতে ছিল তারা আগে ওমান প্রবাসী ছিলন।কিন্তুু মোঃ শান্তর সাথে কোন শত্রুতামি ছিলনা।
এই শান্ত পিতাঃকালা মিয়, বাড়িঃকালামিয়া ব্যাপারির বাড়ি, ০৪ নং জাপরপুর ওয়ার্ড ১২ নং চরশাহী ইউনিয়ন,থানা চন্দ্রগন্জ জেলাঃলক্ষীপুর।  মোঃহাছান নামের এক ব্যাক্তিকে গুলি করে মারার চেষ্টা করে ঐ মামালা থেকে তিনদিন আগে জেল থেকে বাহির হয়েছেন এই সন্ত্রাসী শান্ত।এসে টাকার জন্য রাছুল আমিনকে হত্যা করেছে বলে স্থানীয় জনগণ ধারনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!