রাছুল আমিন নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেন বেগমগঞ্জ থানা।
জসিম উদ্দিন রুবেলঃআজ বিকাল আনুমানিক ৬ টা বেগমগঞ্জ থানা ০৫ নং ছয়ানী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ভবানী জিবনপুর মোঃ রাছেল আমিন (৫২) নামের এক ব্যাক্তি লাশ উদ্ধার করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনিচার্জ হারুনের রশিদ।এই বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার অফিসার ইনিচার্জ হারুনের রশিদ বলেন ঘঠনার খবর শুনে আমি সহ আমার চৌকাস ফোর্স ঘঠনা স্থলেগিয়ে রাছুল আমিন(৫২) পিতাঃ মৃত তফছির আহম্মদ বাড়ি নজম উদ্দিন পাটোয়ারি বাড়ি ০৬;নং ওয়ার্ড ১২ নং চরশাহী ইউনিয়ন,থানা চন্দ্রগন্জ জেলাঃলক্ষীপুর নামক ব্যাক্তির লাশ উদ্ধার করি এবং আমাদের সার্কেল আফিসার মোঃ শাহাজান খান স্যার ও ঘটনাস্থলে এসে আমাদের কে সার্বিক সহযোগীতা করেন।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত আছে তদন্তকরে তাদেরকে আইনের আওতায়া নেওয়া হবে।