রফিকুল ইসলাম মিঠুঃ রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ বিল্লাল হোসেন ও মোসাঃ আমেনা বেগম।
শনিবার (৮ জানুয়ারি ২০২২) দুপুর ৩:৩০টায় বিমানবন্দর থানার মনোলোভা কাবাব এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলী বলেন, দুইজন মাদক ব্যবসায়ী বিমানবন্দর থানার মনোলোভা কাবাব এন্ড রেস্টুরেন্ট এর সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।