রাজশাহীতে মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র লিটন

0 ২২০

লিয়াকত রাজশাহী: মুজিববর্ষ উপলক্ষ্যে রূপরেখা মহিলা কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ উদ্বোধন করা হয়েছে।বুধবার বিকেলে রেলওয়ে মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।রাসিকের জোন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলির এই টুর্নামেন্টির আয়োজক।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপরেখা কিশোর মেলা রাজশাহীর সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার।উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন,করোনা মহামারি কবে যাবে আমরা তা জানি না।তবে আশা করি শিগগিরই আমরা এর প্রতিষেধক পেতে পারি।এই করোনার মধ্যেই আমাদের সকল কার্যক্রম এগিয়ে নিতে হচ্ছে।কারণ জীবন তো থেমে থাকতে পারে না। তাই জীবনের একটি অংশ খেলাধূলাও সীমিত পরিসরে শুরু করা হয়েছে।

মেয়র আরো বলেন,রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে তৈরি হয়ে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন।আমরা সেই ধারাটি আবার ফিরিয়ে আনতে চাই।খেলাধূলা চর্চার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করতে চাই।প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়,খেলার মাঠ ও শিশুপার্ক স্থাপনের কাজটি এবারই শুরু করতে চাই।যাতে আগামীতে সব কিছু মিলে পূর্ণতা পায়।মেয়র লিটন বলেন,এই করোনা পরিস্থিতিও মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।করোনার কারণে রাজশাহীর উন্নয়নেও কিছুটা ব্যাঘাত ঘটেছে।তবে করোনা পরিস্থিতির মধ্যেও উন্নয়ন কাজ চলমান আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.তৌহিদুল হক সুমন,১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো.আব্দু মমিন,১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.আনোয়ার হোসেন আনার,৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম,২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা,রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং জোন কাউন্সিলর তাহেরা খাতুন,৫নং জোন কাউন্সিলর সামসুন নাহার,৬নং জোন কাউন্সিলর মাজেদা বেগম,১৯নং ওয়ার্ড (দক্ষিণ)আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মুঞ্জু, ১৯নং ওয়ার্ড(উত্তর)আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী,রাঙ্গাপরীর চেয়ারম্যান আলহাজ,মাসুম সরকার,বিশিষ্ট সমাজসেবক রজব আলী বাবু,রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আক্তার আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!