রামগঞ্জে রাসক-৯৪ এর উদ‍্যোগে Alumni-94 চট্টগ্রাম বিভাগের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ১৭১

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ নতুন মোড়কে চলো সবাই এগিয়ে চলি ‘ অদৃশ্য বন্ধনে…….’ 

উক্ত শ্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারি কলেজ ৯৪ ব‍্যাচ (রাসক-৯৪ গ্রুপ) এর উদ‍্যোগে Alumni-94 চট্টগ্রাম বিভাগের কয়েকজন সদস‍্যের আগমণ ও এক মতবিনিময় সভা শুক্রবার ৯ অক্টোবর, ২০২০ইং পৌর শহরস্থ ক‍্যাপসিকাম চাইনিজ এ‍্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এর আগে সরষে ইলিশের স্বাদে মধ‍্যাহ্নভোজের আয়োজন করা হয়।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাসক-৯৪ গ্রুপ এর সদস্যরা এবং Alumni-94 এর এডমিন গোলাম এম সাঈম, এডমিন ফিরোজ আহাম্মেদ, সাইফুদ্দিন পারভেজ উদয় চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আজাদ, শাহিন আহাম্মেদ চৌধূরী, মডারেটর মোঃ আলাউদ্দীন, জাহিদুল হাসান, আরিফ ভূঁইয়া সহ প্রায় ৫০ জন সদস্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!